Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
দ্বিতীয় সাময়িক পরীক্ষা-২০১৩ এর নোটিশ
Details

 

এতদ্বারা টংগী থানার সকল ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২০ আগষ্ট ২০১৩ খ্রি: হতে দেশের অন্যান্য উপজেলার মত এ উপজেলায়ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার রুটিন স্ংশ্লিষ্ট সহকারী থানা শিক্ষা অফিসারের নিকট পাওয়া যাবে অথবা এই ওয়েব পোর্টাল হতে ডাউন লোড করা যাবে।নির্ধারিত রুটিন মোতাবেক পূর্নাংগ প্রস্তুতি সহকারে নিয়মিত প্রতিটি পরীক্ষায় অ্ংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদেরকে অনুরোধ করা হলো।   এ ছাড়া আগামী সেপ্টেম্বর/২০১৩ মাসের অনুষ্ঠিতব্য কেন্দ্রভিত্তিক মডেল টেষ্ট এবং নভেম্ভর/২০১৩ খ্রি: মাসে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যথাযথ প্রস্তুতি সহকারে অ্ংশগ্রহণ নিশ্চিত করার নিমিত্তে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।  

 

ফরিদা আক্তার লুনা

থানা শিক্ষা অফিসার

টংগী, গাজীপুর।